![]() |
Degree and Change of Degrees |
Degree হল Adjective এবং adverbs এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত। যথা-
Positive Degree- (no comparison -কোন তুলনা হবেনা)
Comparative Degree- (comparison between two persons or objects-দুইজনের বা দুটি বিষয়ের মধ্যে তুলনা হবে)
Superlative Degree- (comparison among several persons or objects- অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে।)
বিস্তারিত ভাবে
Positive Degree:
কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।
যেমন – Mr. Roni is a good man.
Comparative Degree:
সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যেমন – Rahim is wiser than Karim.
Superlative Degree:
সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
যেমন – Rony is the best player in the team.
Change of Degrees:
Adjective শব্দ বা Adverb শব্দের মাঝে তুলনা করাকে Comparison of Degree বলা হয়। এটি Transformation of Sentences এর উপরে একটি গুরুত্ত্বপূর্ণ অধ্যায়। এখানে আমাদের একটি বাক্যকে Positive থেকে Comparative বা Superlative এ পরিবর্তন করতে হয় adjective বা adverb শব্দের পরিবর্তনের নিয়ম অনুসরন করে। আমি আজ Changing Degree এর উপরে ৫ টি নিয়ম আলোচনা করব ।
এই Changing Degree এর উপরে প্রশ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন এবং ভর্তি পরীক্ষা যেমনঃ জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, বি সি এস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকুরীর পরীক্ষায় প্রায় সবসময় প্রশ্ন হয়ে থাকে। সুতরাং, একজন ভাষা শিক্ষার্থী অবশ্যই এই অধ্যায়টি পড়তে হবে পরীক্ষায় Changing degree এর উপরে আশা সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য। এখানে, আমি আপনাদের Changing degree এর উপরে সবচেয়ে সহজ নিয়ম শেখাবো। আমি আশা করিছ যে, বিভিন্ন বইয়ে দেওয়া Changing degree এর উপর নিয়ম-কানুনের চেয়ে এই পদ্ধতিগুলো সহজ মনে হবে। আপনারা এই অধ্যায়টি পড়ার পরে Changing degree এর ক্ষেত্রে আর কোন সমস্যায় পড়বেন নে। তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা।
Example:
In this class, this student is intelligent.
Positive Degree-(no comparison)
In this class, this student is more intelligent than Max.
Comparative Degree-(comparison between two persons or objects)
In this class, this student is the most intelligent.
Superlative Degree-(comparison among several persons or objects)
The adjective or adverb word forms of these 3 degrees are:
Adjectives এবং Adverbs শব্দের ৩ টি degrees এর রূপের ভিন্নতাঃ
Positive Degree Comparative Degree Superlative Degree
Strong Stronger Strongest
Great Greater Greatest
Old Older elder Oldest eldest
Small Smaller Smallest
Few Fewer Fewest
Weak Weaker Weakest
Hot Hotter Hottest
Big Bigger Biggest
Large Larger Largest
Wise Wiser Wisest
Easy Easier Easiest
Beautiful More beautiful Most beautiful
Intelligent More Intelligent Most Intelligent
Good well Better Best
Bad badly evil ill Worse Worst
Many much More Most
Fore Former Foremost first
Little Less Least
Late Later/latter Latest/last
Far Farther Farthest
Fore Further Furthest
Out Outer/utter Outmost/outermost
Up Upper Uppermost
There are so many words of degrees. Here, I have given some of those words to give you an idea of those words. Degrees এর উপর অনেক শব্দ রয়েছে। এখানে আমি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ কিছু শব্দ দিলাম আপনাদের ধারনা দেবার জন্য।
The points you must remember:
কিছু বিষয় যা তোমাকে মনে রাখতে হবেঃ
There are some points which should be remembered during changing the degrees. Here are those:
Degrees পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট বিষয় তোমাকে মনে রাখতে হবে। নিচে সেগুলো দেওয়া হলঃ
Point-01:
The sign of Positive Degree is“as…..as/so…..as”.
(Positive Degree এর চিহ্ন হল “as…..as/so…..as”)
Point-02:
The sign of Comparative Degree is “than”
(Comparative Degree এর চিহ্ন হল “than”)
Point-03:
The sign of Superlative Degree is“the”.
(Superlative Degree এর চিহ্ন হল “the”)
Point-04:
The form of adjective or adverb word will be changed following the form of degrees such as: (Positive-Strong)/ (Comparative- Stronger) / (Superlative-Strongest).
(Adjective বা Adverb যে শব্দটি দেওয়া আছে তা Degree এর বিভিন্ন রূপ যেমনঃ (Positive- Strong)/ (Comparative- Stronger) / (Superlative-Strongest) অনুযায়ী পরিবর্তন করতে হবে।
Point-05:
During transformation, the original meaning of the sentence should not be changed.
(Degree পরিবর্তনের সময় মূল বাক্যের অর্থের কোন পরিবর্তন হওয়া যাবে না।)
Point-06:
During transformation, in orderto keep the
meaning same, you have to change the position of subject and object.
(Degree পরিবর্তনের সময় মূল বাক্যের
subject এবং object এর স্থান পরিবর্তন করতে
হবে। অর্থাৎ, Positive Degree তে object টিকে Comparative
Degree / Superlative Degree তে subject হিসেবে বসাতে হবে।)
Now follow these 5 rules of changing degrees
from positive to comparative and superlative.
এখানে, Degree পরিবর্তনের উপর এই ৫ টি সূত্র
অনুসরন করঃ
5 Rules
of Changing Degree- Degree পরিবর্তনের ৫ টি
সূত্রঃ
Positive Degree Comparative Degree Superlative Degree
Rule: 1 No
other……… than any other… ……….the…
There is no…………… than anything………….. of any… Nothing
(in case of Singular) (একবচন ব্যক্তি বা বস্তু )
Positive: No other boy in the class is as good as John.
Comparative: John is better than any other boy
in the class.
Superlative: John is the best boy in the class.
Rule: 2 Very few……………….
than most other……………………… one of the…
Few… …………………..than all other…………………………..
of all…
(in case of Plural) (বহুবচন ব্যক্তি বা বস্তু )
Positive: Very few cities areas developed as New York in
the world.
Comparative: New York is more developed than
most other/than all other cities in the world.
Superlative: New York is one of the most
developed cities in the world.
Rule: 3
As….as/so….as
(Affirmative-Negative) not….than (Not
applicable) …………(Not applicable)
(single sentence) (হাঁ-বোধক=না-বোধক)
(পরিবর্তন হয় না )
Positive: The boy is as strong as the girl.
Comparative: The girl is not stronger than the
boy.
Positive: You believe him as much as I.
Comparative: I do not believe him more than you.
Positive: Your bag is as fine as mine.
Comparative: My bag is not finer than yours.
Rule: 4
As…as(Affirmative) not less…than (Affirmative) (Not applicable)
As…as (Negative) less…than (Negative) (পরিবর্তন হয় না)
(before a sentence) (No changing of Subject Object)
Positive: The girl isas ugly asyou said
Comparative: The girl isno less ugly than you
said. Positive:
The student isnot as fool asI think.
Comparative: The student is less fool than I
think
Rule: 5 As soon
as….., No sooner had… than (Not applicable)
(পরিবর্তন হয় না)
Comparative: No sooner hadthe man come than I left the room.