What is Narration?

*** Narration*** বক্তা যাহা বলে তাহাই Narration বা উক্তি।

Narration
দুই প্রকার :  1. Direct Narration   2. Indirect Narration

Direct Narration:
যখন কোন কথা কে পরিবর্তন না করে অবিকল সে ভাষাই ব্যক্ত করা হয় তখন তাকে Direct Narration বলে।

ইহাকে inverted commas এর মধ্যে রাখা হয়। Inverted commas এর ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে আর একে Reported Speech বলে। বক্তার বক্তব্যে বাইরের verb কে reporting verb বলে।

Direct: He said to me,” I had done my duty”.
Indirect: He said to me that he had done his duty.

Indirect Narration: যখন কোন কথা কে  পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে Indirect Narration বলে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন