Noun and its classification

                         

Noun and its classification

                NOUN :

Noun is a word that is the name of any person or thing. অর্থাৎ যে word দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু প্রভৃতির নাম বুঝায়, তাকে Noun বলে আর কোনো কিছুর নাম বলতে বুঝায়

Persons: Hasan, Arif etc.

Animals :Birds: Dogs, Albatross etc.

Places: Bangladesh, London etc.

Language: English, French etc.

Objects/Things

: Pen, Rice etc.

Academic Disciplines : Physics, Civics etc.

Quality: Honesty, Kindness etc.

: Cricket, Football etc.

 Groups: Family, Jury etc.

Discases; Malaria, AIDS etc.

Liquids/Gases: Water, Oxygen etc.

' Note: Who is it? What is it? etc. প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে তা Noun হয়ে থাকে। উল্লেখ্য, এখানে 'it' ব্যক্তি বস্তু উভয়কে বুঝাতে ব্যবহৃত হয়েছে। যেমন Rahim is the captain of the ship. এক্ষেত্রে Who is it? প্রশ্ন করে "Rahirn" উত্তর পাওয়া যায় সুতরাং এখানে "Rahim" একটি Noun.

 

CLASSIFICATION OF NOUNS

Noun-এর classification বা শ্রেণিবিন্যাস নিম্নরূপ :

Noun প্রধানত দুই প্রকার। যথা- (i) Concrete Noun; (ii) Abstract Noun.

CONCRETE NOUN (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য) A Concrete Noun is the name of something which has bodily existence and can be perceived through sense organs. অর্থাৎ যে সকল Noun-এর বাহ্যিক অবস্থান বা সত্তা আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি বা অনুভব করা যায়, তাকে Concrete Noun বলেযেমন—flower, book, house, tree, etc.

 Concrete Noun-কে আবার চার শ্রেণিতে ভাগ করা যায়। যথা— A. Proper Noun, B. Common Noun, C. Collective Noun, D. Material Noun.

 

PROPER NOUN (নামবাচক বিশেষ্য)  

A Proper Noun is the name of some particular person or thing only. অর্থাৎ যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝায়, তাকে Proper Noun বলে।  যেমন— The Rupsha is a big river. Satkhira is a nice town. Rani is a college girl. এখানে, Rupsha একটি নির্দিষ্ট নদীর নাম, Satkhira একটি নির্দিষ্ট স্থানের নাম এবং Rani একটি নির্দিষ্ট বালিকার নাম। সুতরাং এরা প্রত্যেকেই Proper Noun. Proper Noun-এর আদ্য বর্ণটি সর্বদা Capital Letter (বড় হাতের বর্ণ) হয়ে থাকে। যেমন— I know Rahim. সাধারণত Proper Noun-এর পূর্বে কোনো Article বসে না।

COMMON NOUN (জাতিবাচক বিশেষ্য)

 A Common Noun is the name given in common to every person or thing of the same class.  Noun দ্বারা একই শ্রেণির ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বুঝায়, তাকে Common Noun বলে। যেমন_ Shakespeare is a great dramatist. Dhaka is a big city; the cow is a domestic animal.

উপরের Sentence-গুলোতে ব্যবহৃত সকল নাট্যকারের নাম হিসেবে dramatist, সকল শহরের সাধারণ নাম হিসেবে City) সাধারণ নাম হিসেবে সকল cow ব্যবহৃত হয়েছে। তাই এদেরকে Common Noun বলা হয়। একমাত্র Common Noun- Plural Number (বহুবচন) হতে পারে না। যেমন : sun, moon,

Number (বহুবচন) হতে পারে। তবে কিছু বিশেষ ধরনের Common Noun আছে যাদের কোনো Plural Number (বহুবচন) হতে পারে না। উল্লেখ্য, God Lord ছাড়া বাকিগুলোর প্রথম বর্ণ বাক্যের মাঝে Small যেমন : sun, moon, earth, sky, God etc. The earth is round.

 বাকগুলোর প্রথম বর্ণ বাক্যের মাঝে Small Letter (ছোট হাতের বর্ণ) হয়। যেমন Common Noun যখন Singular Number হয়, তখন এর পূর্বে সর্বদা a/an বসবে। যেমন—I have a book.  

COLLECTIVE NOUN (সমষ্টিবাচক বিশেষ্য) |

A Collective Noun is the name of a group or a one undivided whole. অর্থাৎ একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তকে পথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝালে তাকে Collective Noun বলে। যেমন— She joined the army last year. Our team will win the game. A crew saw the ship. উপরের Sentence-গুলোতে ব্যবহৃত army, team crew প্রভৃতি শব্দও বুঝাচ্ছে। তাই এদেরকে Collective Noun বলা হয়।

Basic Grammar নিম্নে কতকগুল Collective Noun-এর উদাহরণ দেওয়া হল Team. Army. Police, a, Association, Club, Company, Crowd, Family, Crew, Cattle. Pune Gang, Union, Committee, Clergy etc. couective Noun যদি অবিভক্ত অবস্থায় থাকে তবে এদের পর Singular Verb বসে কিন্তু বিচ্ছিন্ন অবস্থা বুঝাতে এর পর Plural Verb বসে।।

নিচের উদাহরণ দুটি লক্ষ কর 1 : The jurry is of the same opinion. : The jurry are of different opinions. |

Noun of Multitude : Collective Noun যখন সমাষ্টকে একত্রে না বুঝিয়ে পৃথকভাবে বুঝায় তখন তাকে Noun of Multitude-বলে ।Noun of Multitude-এর পরে verb plural হয়।। Example - The jury are divided in their opinions.

 MATERIAL NOUN (বস্তুবাচক বিশেষ্য) Material Noun refers to such a noun that denotes matter or thing.  অংশকে এককভাবে বুঝায়, তাকে Material Noun বলে। Noun-কে সাধারণত গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাগত Iron is a useful metal.

Rice is our staple food: Milk is white.

Water has no colour. Material Noun-এর পূর্বে সাধারণত Article বসে না। কিন্তু বিশেষ কোনো স্থান, বস্তু বা পদার্থকে নির্দিষ্ট করে বুঝালে, তার পূর্বে Article যেমন-- The water of the river is not pure. The gold of the Middle East is pure. যে উপাদান দ্বারা কোন জিনিস তৈরি হয়, তা সাধারণত Material Noun হয় এবং উৎপন্ন জিনিসটি হয় Common Noun যেমনBuilding Common Noun fpe brick Material Noun. Material Noun-এর পূর্বে সাধারণত কোনাে Atricle বসে না। তবে নির্দিষ্ট করে বুঝাতে The ব্যবহৃত হয়। যেমন— The water of the pond is pure.

ABSTRACT NOUN (গুণ বা ভাববাচক বিশেষ্য)

অর্থাৎ যে Noun কোনো বস্তু বা পদার্থের সমুদয় ওজন বা পরিমাপ করা যায়। যেমন

An Abstract Noun is usually the name of a quality, action or state considered apart from the object to which it belongs, অর্থাৎ যে Noun কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে তার গুণ বা দোষ বা  অবস্থার বর্ণনা করে, তাকে Abstract Noun বলে। যেমন Truth is beauty. Honesty is the best policy. Love is divine. ফলত যে সব বস্তু দর্শন, শ্রবণ, স্পর্শ, গণনা, পরিমাপ ইত্যাদি করা যায় না, সেগুলােই Abstract Noun. এগুলাে কেবল চিন্তা করা যায়। যেমন : Softness একটি অবস্থার নাম (state) আরও একটু স্পষ্ট করে বলা যায় যে, Iron Stone দুটোই Hard  অর্থাৎ "Hardness" হলাে এদের একটি অবস্থা Material noun-এর মতাে Abstract noun-এর পরে সাধারণত Article বসে না। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে Article বসে

70 - The kindness of Hazi Muhammad Mohsin is well known. We all know about the honesty of Hazrat Quadir Zilani (R).

 

 এছাড়া গণনার দিক দিয়ে Noun-কে দু'ভাবে ভাগ করা যায়।  যেমন

Countable Noun and Uncountable Noun

 

COUNTABLE NOUN (গণনাযােগ্য বিশেষ্য) ||

A Noun which can be counted, is a Countable Noun. অর্থাৎ যে Noun সংখ্যার মাধ্যমে এক, দুই, তিন করে গণনা করা যায়, তাকে Countable Noun বলে যেমন— a boy, an apple, a house etc. Countable Noun চেনার উপায় : 1. Name of persons, animals, plants etc.

2. Name of parts of matters Example - Fardin, Faiaz, tiger, lion etc.

Example - piece, molecule, drop etc. 3. Name of society, units of measurement etc.

4. Name of concrete objects Example - country, foot etc.

Example - head, bus, table, room etc 5. Name of abstract thoughts Example - plan, noise, project etc.

UNCOUNTABLE NOUN (অগণনাযােগ্য বিশেষ্য) | A Noun which cannot be counted, is an Uncountable Noun, অর্থাৎ যে Noun সংখ্যা ব্যবহারের মাণ করে গণনা করা কখনই সম্ভব নয়, তাকে Uncountable Noun বলে। যেমন— Water, gas, air, milk, smoke, Uncountable Noun চেনার উপায় : 1. Name of solid substances

Example - rice, hair, sugar etc 2. Name of gases

Example - Nitrogen, oxygen, smoke etc. 3. Name of liquids

Example -milk, water, tea etc. 4. Name of diseases

Example - diarrhoea, cholera, dysentery etc.

 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন