Pronoun Reference

Pronoun Reference
Pronoun Reference

                 1. Personal Pronoun

   কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়, তাকে Personal Pronoun বলে ।

 যেমন- Mim is a bright student.

 Alif goes to college regularly.

 Tarek is a university student.

 Enaf likes to read poems.

 The dog is barking.

 It is very ferocious.

  উপরের sentence গুলিতে He, She, It এরা প্রত্যেকে হল Personal pronoun.যারা যথাক্রমে Rana, Soma, এবং The dog এর পরিবর্তে ব্যবহারিত হচ্ছে।

  Personal pronoun গুলোর বিভিন্ন form যথা subjective form, objective form, possessive form নিচে দেয়া হল ।

  subject=object=poss

 I-me-my

 He-him-his

 She-her-hers

 You-you-your

 We-us-our

 They-them-their

   Rules-1> কোন জড় পদার্থ বা ধারনার পরিবর্তে it বসে ।

 Example: Here is your pen; take it.

  Rules-2>পুরুষ বা মহিলা হিসেবে চিহ্নিত করা যায় না এ ধরনের প্রাণীর ক্ষেত্রে  it বসে ।

 Example: This is a dog. it is faithful animal.

  Rules-3>ছোট শিশুর  পরিবর্তে  it বসে ।

 Example: I have a child. It is fine.

   Rules-4>পূবে উল্লিখিত কোন বিবৃতির পরিবর্তে  it বসে ।

 Example: Kabir Hossain told a story and he knew it goodly.

  Rules-5> কোন Noun বা Pronoun  কে জোর দিয়ে উল্লেখ করতে বা গুরুত্ব প্রদানের জন্য it বসে ।

 Example:It is Shawan who is brother.

  Rules-6> Impersonal verb এর subject হিসেবে  it ব্যবহৃত হয় ।

 Example: It is raining.

  Ruse-7> সময় বা আবহাওয়া নির্দেশ করতে  it ব্যবহৃত হয় ।

 Example: It is 5 o'clock

 It is the winter season. 

  Rules-8> Verb 'to be' এর পরে real subject থাকলে এর পূর্বে Provisional subject হিসেবে  it ব্যবহৃত হয় ।

 Example: It is easy to go there.

    2.Interrogative Pronoun

  যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বোঝায় তাকে Interrogative Pronoun বলে ।

 যেমন-

 What is your name?

 Who is he?

 Which do you want?

  উপরের ৩ টি sentence what, who which হল Interrogative Pronoun.

  Sentence এর শুরুতে Who, Which, What থাকলে এবং তার পর কোন noun না থাকলে সেটা Interrogative Pronoun হবে, কিন্তু Who, Which, What এর পর যদি কোন Noun থাকে তাহলে সেটা Interrogative adjective হবে ।

 যেমন-

 What class do you read in ?

 Which book does he want?

  উপরের ২ টি sentence what, which হল Interrogative adjective. কারন what এবং which এর পর ২ টি noun যথাক্রমে class এবং book আছে । যেহেতু noun এর আগে বসলে সেটা adjective ধরা হয়, তাই উপরের sentence দুটিতে what এবং which হল Interrogative adjective.

  Rules-9> Person বা ব্যক্তি বোঝাতে Who=কে বা কারা.Whom= কাকে Whose= কার বা কাদের ব্যবহৃত হয়।

 Example: Who are you? Whose is this pen?


إرسال تعليق (0)
أحدث أقدم