Pronoun Reference

 

Pronoun Reference
 3.Demonstrative Pronoun

  ‘Demonstrative’ শব্দের অর্থ হল নির্দেশক । যে Pronoun কোন noun কে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে । This, These, That, Those, Such হল Demonstrative Pronoun

  This is our college.

 (This হল Demonstrative Pronoun ,কারন সেটা college এই noun টাকে নির্দেশ করছে । )

  These are my books.

 (These হল Demonstrative Pronoun , কারন সেটা books এই noun গুলোকে নির্দেশ করছে । )

  That is your laptop.

 (That হল Demonstrative Pronoun ,কারন সেটা laptop এই noun টাকে নির্দেশ করছে )

  Those are your clothes.

 (Those হল Demonstrative Pronoun , কারন সেটা cloths এই noun গুলোকে নির্দেশ করছে )

  He made a mistake. Such was not his intention.

 (Such হল Demonstrative Pronoun, কারন সেটা mistake এই noun টাকে নির্দেশ করছে )

  তবে………

 This, These, That, Those, Such এর পর যদি কোন Noun থাকে তাহলে সেটা Demonstrative Pronoun না হয়ে Demonstrative adjective হবে।

  যেমন

 The book is mine.

 ( উপরের Sentence This হল Demonstrative adjective, কারন This এর পর book একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )

  These books are costly.

 ( উপরের Sentence These হল Demonstrative adjective, কারন These এর পর books হল Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )

  That Car was white.

 ( উপরের Sentence That হল Demonstrative adjective, কারন That এর পর Car একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )

  Those pens were not good.

 ( উপরের Sentence Those হল Demonstrative adjective, কারন Those এর পর pens একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )

  Such behavior is not praiseworthy to anyone.

 ( উপরের Sentence Such হল Demonstrative adjective, কারন Suchএর পর behavior বা আচরণ শব্দটা একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )

  আবার …..

 একই Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য singular noun এর ক্ষেত্রে that এবং plural noun এর ক্ষেত্রে those ব্যবহারিত হয় ।

  যেমন-

 The roads of Dhaka are better than Rajshahi 

 ঊপরের sentence টির অর্থ হল ঢাকার রাস্তাঘাট রাজশাহীর চেয়ে ভাল ।

  সত্যি কি তাই, নাকি বলা উচিত ছিল যে ঢাকার রাস্তাঘাট রাজশাহীর রাস্তাঘাটের চেয়ে ভাল

  তাহলে Sentence টি এভাবে লিখতে হত,

 যথা- “The roads of Dhaka are better than the roads of Rajshahi”

কিন্তু বার বার একই Noun অর্থাৎ roads এই noun টার পুনরাবৃত্তি এড়ানোর জন্য ( roads) এই plural noun টার ক্ষেত্রে those ব্যবহার করে বাক্য টিকে নিচের মত করে লিখতে হবে।

  “ The roads of Dhaka are better than those of Rajshahi”.

  আরও লক্ষ্য করি…….

 Incorrect: The weather of Khulna is better than Dhaka.

 The weather of Khulna is better than those of Dhaka.

 Correct: The weather of Khulna is better than that of Dhaka.

  (যেহেতু weather হল singular, তাই those ব্যবহার না করে that ব্যবহার করতে হবে)

  Incorrect: The buildings of Dhaka are bigger than Rajshahi.

 The buildings of Dhaka are bigger than that of Rajshahi.

 Correct: The buildings of Dhaka are bigger than those of Rajshahi.

  (যেহেতু buildings হল plural, তাই that ব্যবহার না করে those ব্যবহার করতে হবে)

  Incorrect: The people of Japan are more industrious than Bangladesh.

 The people of Japan are more industrious than that of Bangladesh.

 Correct: The people of Japan are more industrious than those of Bangladesh.

  (যেহেতু people হল plural, তাই that ব্যবহার না করে those ব্যবহার করতে হবে)

  Rules-10> কোন বিষয়কে নির্দিষ্ট বা ইশারা করে বোঝাতে Demonstrative pronoun(this, that, these, those  ব্যবহৃত হয় ।

 Example: This is a book. That is my pen.


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন