Pronoun Reference Part-3

  

Pronoun Reference  Part-3
4. Reflexive Pronoun

  Reflexive pronoun হল objective form এ ব্যবহারিত কোন Pronoun

 যার মধ্যে Subject এর অর্থ প্রতিফলিত হয় এবং বাক্যে Subject কোন কাজ করলে সেটা Subject এর দিকেই ফিরে যায় ।

  himself, herself, myself, yourself, themselves প্রভৃতি হল Reflexive pronoun.

  নিচের বাক্যটি লক্ষ্য করি……

 He killed himself.

  উপরের বাক্যে ‘himself’ একটা Pronoun, যার মধ্যে Subject ( He) এর প্রতিফলন আছে, এবং Subject (He) যে কাজ ( kill) করে সেটা তার নিজের দিকে ফিরে যায়, অর্থাৎ সে (He) নিজেই নিজেকে খুন (Kill) করে । তাহলে ‘himself’ হল Reflexive Pronoun .

  এমনিভাবে……

 She hurt herself. (সে নিজেই নিজেকে আঘাত করলো)

 They killed themselves. ( তারা নিজেরা নিজেদের হত্যা করেছিল)

 I fan myself. ( আমি নিজে নিজেকে বাতাস করলাম)

  উপরের বাক্যে যথাক্রমে herself, themselves, myself হচ্ছে Reflexive Pronou

  Rules-11> কর্তা ও কর্ম এক হলে Reflexive Pronoun হয় ।

 Example: I enjoyed the play myself.

  Rules-12> কর্তা কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করছে , ইহা জোর দেয়ার জন্য Emphatic Pronoun  ব্যবহৃত হয় ।

 এগুলো Subject বা Object- এর পরে বসে ।

 Example:I myself saw him.

  Rules-13> কর্তা একাই কাজ করছে, এরূপ বোঝাতে Reflexive Pronoun-এর পূর্বে by বসে ।

 Example:Tanjila did the work by herself.

  Rules-14>কিছু Verb যেমন- avail, absent, exert, pride ইত্যাদি  Reflexive Pronoun-কে object রূপে গ্রহন করে ।

 Example: They should avail themselves of the golden offer.

    5.Indefinite Pronoun

  Indefinite মানে হল অনির্দিষ্ট । যে সব Pronoun অনির্দিষ্ট কোন noun এর পরিবর্তে ব্যবহারিত হয় তাকে Indefinite pronoun বলে ।

 যেমন- Some, None, Any, Many, One etc.

  Some are playing football.

 (Some মানে কয়েকজন, কিন্তু কতজন তা বোঝা যাচ্ছে না । অর্থাৎ অনির্দিষ্ট । তাই Some হল Indefinite Pronoun)

  Many can do this.

 (Many মানে অনেকজন, কিন্তু কতজন তা বোঝা যাচ্ছে না । অর্থাৎ অনির্দিষ্ট । তাই Many হল Indefinite Pronoun)

  Any of them will be selected.

 (Any মানে যে কেও, কিন্তু সেটা কে, তা বোঝা যাচ্ছে না । অর্থাৎ অনির্দিষ্ট । তাই Any হল Indefinite Pronoun)

  One should do one’s duty. (প্রত্যেকের উচিত তার নিজের দায়িত্ব পালন করা । One মানে প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট ভাবে কেউ নয় । তাহলে One হল Indefinite pronoun)

  উপরের Sentence গুলিতে Some, Many, Any, One হল Indefinite Pronoun. কারন এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, বরং অনির্দিষ্ট ভাবে কোন Pronoun কে বোঝাচ্ছে

  লক্ষ্য করি

 One যুক্ত কোন Sentence possessive case one’s হয় ।

  যেমন-

 One should not waste one’s time.

 One Should respect one’s parents.

  কিন্তু —–

 One of + plural noun—এরকম থাকলে possessive case one’s না হয়ে his/her হয় ।

  যেমন-

 Incorrect: One of my friends has done one’s/their duty.

 Correct: One of my friends has done his/her duty.

 Incorrect: One of the students has completed one’s/their homework.

 Correct: One of the students has completed his/her homework.

  আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে, One of এর পর noun এর plural form বসে, কিন্তু singular verb ব্যবহারিত হয় ।

 যেমন-

 Incorrect: One of my friends is a lawyer./ One of my friends are a lawyer.

 Correct: One of my friends is a lawyer.

 Incorrect: One of the boys has done it./ One of the boys has done it.

 Correct: One of the boys has done it.

 Incorrect: Runa is one of my sisters.

 Correct: Runa is one of my sisters.

  Ruse-14> সাধারণত অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে  বোঝাতে Indefinite Pronoun ব্যবহার করি।

 Example:One should do one's duty.

   6.Distributive Pronoun

  ‘Distribute’ শব্দের অর্থ হল ভাগ করা বা বিতরণ করে দেয়া ।

  Distributive Pronoun অনেক গুলো noun বা pronoun এর মধ্যে একটি noun বা Pronoun কে আলাদা করে বোঝায় । Each, None, Either, Neither প্রভৃতি হল Distributive Pronoun .

  মনে রাখতে হবে যে Distributive Pronoun গুলো Singular হয় ।

 উদাহরন-

 Incorrect: Each of the students is meritorious.

 Correct: Each of the students is meritorious.

  ( ঊপরের sentence Each হল Distributive pronoun. কারন অনেক গুলো Students এর মধ্যে প্রতি একজন কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘is’ বসেছে । )

  Incorrect: Either of the two boys has played well.

 Correct: Either of the two boys has played well.

  ( ঊপরের sentence Either হল Distributive pronoun. কারন দুজন boys এর মধ্যে প্রতি একজন কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘has’ বসেছে । )

  Incorrect: None of the snakes are poisonous.

 Correct: None of the snakes is poisonous.

  ( ঊপরের sentence None হল Distributive pronoun. কারন অনেক গুলো Snakes এর মধ্যে প্রতি একটা কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘is’ বসেছে । )

  Incorrect: He had two computers. Neither are good.

 Correct: He had two computers. Neither is good.

  ( ঊপরের sentence Neither হল Distributive pronoun. কারন দুইটা Computers এর মধ্যে প্রতি একটা কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘is’ বসেছে । )


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন