Pronoun Reference Part-4

 

Pronoun Reference  Part-4
  7.Relative Pronoun

  যে সব Pronoun দুটো বাক্য কে যুক্ত করে বা দুটো বাক্যের মধ্যে relation বা সম্পর্ক তৈরি করে এবং তার আগের কোন Noun কে নির্দেশ করে তাকে Relative pronoun বলে । who, which, what, that হল relative pronoun.

  I saw the boy. The boy was crying.

 উপরের বাক্য টাকে relative pronoun ব্যবহার করে নিচের মত করে লেখা যায় ।

  I saw the boy who was crying.

 এই বাক্যে who হচ্ছে relative pronoun. কারন এটা ( who) তার আগের noun (boy) টাকে নির্দেশ করছে এবং I saw the boy এবং The boy was crying, এই বাক্য দুটো কে যুক্ত করেছে ।

  She bought a camera. The camera was beautiful.

 উপরের বাক্য টাকে relative pronoun ব্যবহার করে নিচের মত করে লেখা যায় ।

  She bought a camera which was beautiful.

 এই বাক্যে which হচ্ছে relative pronoun.   কারন এটা ( which) তার আগের noun   (camera) টাকে নির্দেশ করছে এবং She bought a camera এবং The camera was beautiful, এই বাক্য দুটো কে যুক্ত করেছে ।

  I know the matter. The matter was secret.

 উপরের বাক্য টাকে relative pronoun ব্যবহার করে নিচের মত করে লেখা যায় ।

  I know the matter what was secret.

 এই বাক্যে what হচ্ছে relative pronoun. কারন এটা ( what) তার আগের noun (matter) টাকে নির্দেশ করছে এবং I know the matter এবং The matter was secret, এই বাক্য দুটো কে যুক্ত করেছে ।

  Who এর ব্যবহার —–

  Who ব্যবহার করা হয় কোন ব্যক্তিকে নির্দেশ করতে ।

  I knew the man. The man died yesterday.

  Relative pronoun ‘who’ ব্যবহার করে পাই

 I knew the man who died yesterday.

  She respects the man. The man is very honest.

  Relative pronoun ‘who’ ব্যবহার করে পাই

 She respects the man who is very honest.

  Which এর ব্যবহার —–

  Which ব্যবহার করা হয় কোন প্রানী , জড় বস্তু , এবং শিশুকে নির্দেশ করতে ।

  We bought a cow. The cow was red.

  The relative pronoun ‘which’ ব্যবহার করে পাই

 We bought a cow which was red.

  He killed a snake. The snake was very poisonous.

  The relative pronoun ‘which’ ব্যবহার করে পাই

 He killed a snake which was very poisonous.

  I lost my mobile phone. The mobile phone was very costly.

  The relative pronoun ‘which’ ব্যবহার করে পাই

 I lost my mobile phone which was very costly.

  What এর ব্যবহার —–

  What ব্যবহার করা হয় কোন বিষয় কে নির্দেশ করতে ।

  I knew the matter. The matter was secret.

  The relative pronoun ‘what’ ব্যবহার করে পাই

 I knew the matter what was secret.

  That এর ব্যবহার —–

  That ব্যবহার করা হয় কোন ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করতে ।

  I bought a table. It is very costly.

  The relative pronoun ‘that’ ব্যবহার করে পাই

 I bought a table that is very costly.

  8.Reciprocal Pronoun

  ‘Reciprocal’ শব্দের অর্থ হল পরস্পর ক্রিয়াশীল। একাধিক Pronoun এর একে অন্যজনের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানো কে Reciprocal Pronoun বলে ।

  যেমন-

 They two friends love each other. ( দুই বন্ধু একজন আরেকজনকে ভালবাসে )

  ঊপরের বাক্যটিতে দুজন বন্ধুর কথা বলা হচ্ছে যারা একজন আরেকজন কে ভালবাসে । অর্থাৎ তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া শীল । তাহলে বলা যায় যে উপরের বাক্যে each other হল একটি Reciprocal Pronoun .

  আবার ……………….

 The five members of the family love one another.

 ( পরিবারের ৫ জন সদস্য একজন আরেকজন কে ভালবাসে )

  ঊপরের বাক্যটিতে ৫ জন সদস্যের কথা বলা হচ্ছে যারা একজন আরেকজন কে ভালবাসে । অর্থাৎ তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া শীল । তাহলে বলা যায় যে উপরের বাক্যে One another হল একটি Reciprocal Pronoun .

  মনে রাখতে হবে যে —–

 দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে – Each other 

 দুই এর অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে – One another

  Incorrect: The two boys always help one another.

 Correct: The two boys always help each other.

 (উপরের বাক্যে দুজন ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে তাই each other.)

  Incorrect: The seven leaders of the party respect each other.

 Correct: The seven leaders of the party respect One another.

 (উপরের বাক্যে সাতজন ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে তাই one another.)


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন